কম্বোডিয়া দুই সাংবাদিককে জামিনে মুক্তি দিয়েছে 

এক সপ্তাহের মধ্যে কম্বোডিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুইজন সাংবাদিককে জামিনে মুক্তি দেয় এবং চারজন ভূমিঅধিকার সংরক্ষণ সক্রিয় কর্মীকে তারাসম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছে।
চলচ্চিত্র নির্মাতা জেমস রি্কেটসনের বিচারের দিন চূড়ান্ত নাহওয়ায় এখনও তিনি কারাবন্দী রয়েছেন।

১৪ মাস আগে অস্ট্রেলিয়ার অধিবাসী, জেমস রিকেটসনের বিরুদ্ধে আনা গুপ্তচর বৃত্তির অভিযোগ মামলার শুনানি শুক্রবার শেষ না করে সরকারী উকিলরা নতুন জটিলতা দেখিয়ে তা যে বিলম্ব করছেন তার পক্ষে কোন ব্যাখ্যা দেননি।

রিকেটসনের বিরুদ্ধে গুপ্তচর সংশ্লিষ্ট তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে এক আইনজীবী এবং সাবেক বিরোধী নেতা স্যাম রেনেসির সঙ্গে তার যেবেশ কিছু ইমেইল চালাচালি হয়েছে সেই মেইলগুলোই আদালতে পেশ করা হয়।