প্রবল বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার রাজধানী প্লাবিত

Your browser doesn’t support HTML5

প্রবল বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং তার আশেপাশের স্যাটেলাইট শহরগুলোতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫।

কয়েকটি নদী উপচে পড়ার ফলে প্লাবিত এলাকাগুলো থেকে শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে শহরের বেশ কিছু ঘনবসতিপূর্ণ এলাকা একেবারে স্থবির হয়ে পড়ে এবং বেশ কিছু পাড়ায় কর্দমাক্ত পানি প্রবাহিত হয়, যেখানে প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করেন।

সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হলে জাকার্তা এবং তার আশেপাশের বোগর, বেকাসি এবং টাংগেরাং শহরের কিছু এলাকায় প্লাবন সৃষ্টি হয়।

ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) জানিয়েছে, সিলিউং নদী উপচে পড়ায় মঙ্গলবার জাকার্তার পূর্ব ও দক্ষিণ অংশের কিছু এলাকায় পানির স্তর কয়েক মিটার ছাড়িয়ে যায়। এর ফলে একটি গ্রামে ২২৪টি বাড়ির ১,৪৪৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হন।

ঘটনাস্থলে উপস্থিত একজন এএফপি সাংবাদিকের অনুসারে, জাকার্তার দক্ষিণের একটি এলাকায় বাসিন্দারা ছাদে আশ্রয় নেন অথবা বন্যার পানি থেকে নিজেকে নিরাপদে টেনে আনার জন্য দড়ি ব্যবহার করেন।

কর্তৃপক্ষ জানায়, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, কম্বল এবং ত্রিপল বিতরণ করছে এবং বাসিন্দাদের সরিয়ে নিতে রাবার নৌকা পাঠাচ্ছে।