জাপানের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দাবানলের তাণ্ডব

Your browser doesn’t support HTML5

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের মোকাবিলা করছে সে দেশ। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন, তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

দমকল ও বিপর্যয় মোকাবিলা সংস্থার বক্তব্য অনুযায়ী, জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ওফুয়ান্তো শহরের একটি অরণ্যের প্রায় ২১০০ হেক্টর পুড়িয়ে ছারখার করে দিয়েছে এই দাবানল; বুধবার থেকে এখনও পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে এই দাবানল।

সংস্থাটি বলেছে, কমপক্ষে ৮৪টি বাড়ি পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পর্যায়ে ১২০০ জনের বেশি মানুষ নিজ এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

কিছু এলাকায় আগুনের প্রকোপ হ্রাস পেয়েছে, তবে তা এখনও জ্বলছে। আকাশ থেকে তোলা ফুটেজে কমলা রঙের অগ্নিশিখার সারি দৃশ্যমান।