প্রেসিডেন্ট ট্রাম্প, ইউক্রেনের জেলেন্সকিকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে হোয়াইট হাউসে স্বাগত জানান।

তাদের আলোচনায় প্রাধান্য পাবে কীভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটানো যায়।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেন যে তিনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি চুক্তিতে স্বাক্ষর করবেন যার ফলে যুক্তরাষ্ট্র কিয়েভের লাভজনক ‘রেয়ার আর্থ’ খনিজের উপর বস্তুত অধিকার পাবে যা কিনা রাশিয়ার সঙ্গে তিন বছর ব্যাপী যুদ্ধে ওয়াশিংটন ইউক্রেনকে যে অস্ত্র পাঠিয়েছিলে তার মূল্য পুষিয়ে নেবে।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার এই নতুন মেয়াদের প্রথম মন্ত্রীসভার বৈঠকে বলেন যে এই চুক্তি স্বাক্ষরের জন্য এবং যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জেলেন্সকি শুক্রবার হোয়াইট হাউসে আসছেন।