ডিআরসিতে বিদ্রোহী সমাবেশে গোলাগুলি এবং জনতার পলায়ন

Your browser doesn’t support HTML5

২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে এম23 বিদ্রোহী গোষ্ঠীর নেতা কর্নেইল নানগার একটি সমাবেশে বন্দুকের গুলির শব্দে জনতা পালিয়ে যায়৷
প্রত্যক্ষদর্শী্র ভিডিওতে দেখা গেছে, শহরের প্লেস দ্য ইন্ডিপেন্ডেন্সের আশেপাশে লোকজন পালিয়ে যাচ্ছে। রয়টার্স ভবনগুলি, স্কোয়ারের স্মৃতিস্তম্ভ এবং এলাকার ফাইল এবং স্যাটেলাইট ইমেজের সাথে মিলে যাওয়া রাস্তার ধরণ দ্বারা স্থানটি যে বুকাভু তা চিহ্নিত করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে রয়টার্সের ফুটেজ দ্বারা তারিখটি যাচাই করা হয়েছে। ভিডিওতে আহত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখানো হচ্ছে। বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কঙ্গোর বিদ্রোহীদের দ্বারা আয়োজিত একটি সমাবেশ এই গুলির ঘটনার কারণে বাধাগ্রস্ত হয়।
কারা গুলি করছিল, বা এই আয়োজনে কোনো মৃত্যু বা আহত হবার ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এই সমাবেশটি এমন একটি বাহিনী দ্বারা আয়োজিত হয়েছিলো যারা বছরের শুরু থেকে কঙ্গোর সেনাবাহিনীর সাথে লড়াই করে আসছে এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল দখল করে আছে।
কঙ্গো, জাতিসংঘ এবং পশ্চিমা শক্তির ভাষ্য মতে প্রতিবেশী দেশ রোয়ান্ডা এম23 গ্রুপকে সমর্থন করে, তবে এ অভিযোগ রোয়ান্ডা অস্বীকার করে। বিদ্রোহী গোষ্ঠীর এই অগ্রগতি একটি আঞ্চলিক যুদ্ধের আশংকা জাগিয়ে তুলেছে যা কঙ্গোর প্রতিবেশীদের মধ্যে বিস্তৃত হতে পারে।
(রয়টার্স)