প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী স্টারমারকে স্বাগত জানালেন 

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারকে স্বাগত জানালেন।

দুই নেতার বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক প্রাধান্য পাবে।

বৈঠকের আগে ট্রাম্প (তিনি চান, নেটো সদস্যরা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে তাদের মোট দেশীয় উৎপাদনের ৫ শতাংশ করুক) নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন যে, ইউরোপের এই খাতে খরচ বাড়ানো উচিত। তিনি বুধবার হোয়াইট হাউসে সংবাদদাতাদের বলেন, এই কাজের জন্য ইউরোপীয়দের চেয়ে বেশি কর আমেরিকান করদাতাদের দেয়া উচিত হচ্ছে না।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে তুষ্ট করতে মঙ্গলবার স্টারমার যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে নজিরবিহীন ব্যয়-বৃদ্ধির ঘোষণা করেছেন; ২০২৭ সালের মধ্যে সে দেশের জিডিপির ২.৫ শতাংশ এবং পরের বছর ২.৬ শতাংশ এই খাতে খরচ করা হবে বলে জানিয়েছেন স্টারমার।


স্টারমার ব্রিটিশ সংসদের সদস্যদের বলেছেন, “এই সপ্তাহে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যখন সাক্ষাৎ করব তখন আমি স্পষ্ট করে দেব যে, আমি চাই, এই সম্পর্ক আরও মজবুত হোক।” পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের “সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক জোট” হিসেবে অভিহিত করেছেন একে।