নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 

Your browser doesn’t support HTML5

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়। তবে, নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকার অভিযোগে মধুর ক্যান্টিনে বিক্ষোভের ঘটনা ঘটে, যা একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি করে। বিক্ষোভকারীরা কমিটিতে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত এই সংগঠনে আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং জাহিদ আহসান সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।