যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জার্মানিতে রবিবার অনুষ্ঠিতনির্বাচনকে স্বাগত জানিয়েছেন। ঐ নির্বাচনে মধ্য-ডানপন্থী বিরোধীদল প্রথম স্থানএবং উগ্র ডানপন্থী এএফডি যেকোন সময়ের থেকে সবচেয়ে ভাল ফলাফল পেয়েছে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এই ফলাফলকে “জার্মানির জন্য একটি মহান দিন” বলে অভিহিত করেছেন।
ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা সোমবার জানিয়েছেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র খনিজ সম্পদ নিয়ে তাদের আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসনের কাছ থেকে কিয়েভ যে সহায়তা পেয়েছেতার বিনিময়ে ইউক্রেনের উচিত যুক্তরাষ্ট্রকে ৫০০ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ কাঁচামাল দেয়া।
ট্রাম্প প্রশাসন রবিবার জানিয়েছে, তারা বিদেশি সহায়তা সংস্থা ইউএসএআইডি-র নেতা ও গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সব কর্মীকে বেতনসহ প্রশাসনিক ছুটি দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রে ১৬ শ পদ বাতিল করছে। শুক্রবার এক ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে ঐ প্রতিষ্ঠানেরকর্মী হ্রাস করার পরিকল্পনা নিয়ে প্রশাসনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।