২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে আসেন এবং ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই পুষ্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
রাষ্ট্রপতির পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি
Your browser doesn’t support HTML5