এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরবে প্রাথমিক বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আরও আলোচনায় বসতে তারা রাজি। প্রাথমিক বৈঠকটিতে কিয়েভকে বাদ দেয়া হয়। ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেন দায়ী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আমিরাতি জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রুবিওকে বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব তার দেশ প্রত্যাখ্যান করে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি গাড়ী, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর ২৫ শতাংশের কাছাকাছি শুল্ক আরোপ করতে চান। এই খবর প্রকাশের পর বুধবার সকালে এশিয়ার শেয়ার বাজারে প্রধান রফতানি শেয়ারগুলোর দর হ্রাস পায়।