যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার, ইউক্রেনের সাথে যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। ঐ আলোচনায় রুবিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অংশ নেবেন। তবে এই সপ্তাহে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় জেলেন্সকি আমন্ত্রিত নন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট থেকে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বলে সমর্থন করে না এমন শব্দগুলো সরিয়ে দেয়ায় তাইওয়ানের নাগরিকরা সোমবার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। তাইওয়ান এবং 'ওয়ান চায়না নীতি' সম্পর্কিত একটি পৃষ্ঠাও সরিয়ে দেয়া হয়েছে। সোমবার বেইজিং বলেছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান “মারাত্মকভাবে পশ্চাৎমুখী।”