আমেরিকার বিশেষ বিশেষ খবর VOA 60-তে স্বাগত

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ট্রান্সদের অধিকার কর্মীরা 'নারীর খেলা থেকে পুরুষদের আলাদা রাখা' শীর্ষক ঐ আদেশের নিন্দা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজ এখন থেকে কোনো ফি ছাড়াই পানামা ক্যানাল অতিক্রম করতে পারবে। তবে পানামা ক্যানাল অথরিটি এটা অস্বীকার করে বলেছে তারা ঐ খাল ব্যবহারের ফি বা বিধি পরিবর্তন করেনি।

ভারত সরকার বলেছে, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অবৈধ ভারতীয় অভিবাসীদের সাথে যাতে খারাপ আচরণ না করা হয়, তা নিশ্চিৎ করতে যুক্তরাষ্ট্রের সাথে তারা কাজ করছে। অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বুধবার ভারতে পৌঁছেছে। রিপোর্টে বলা হচ্ছে, শিশু ছাড়া বাকি অভিবাসীদের বিমানে হাতকড়া পরানো ছিল।