যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামায় পৌঁছেছেন আলোচনার জন্য

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম বিদেশ সফরে পানামায় পৌঁছেছেন। শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫।

সফরের অংশ হিসেবে তিনি পানামা খাল পরিদর্শন করবেন এবং পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পানামা খালের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার হুমকির পর এটি হবে যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

ট্রাম্প ২০ জানুয়ারির অভিষেক ভাষণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তমহাসাগরীয় জলপথের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের অঙ্গীকার করেন এবং দাবি করেন যে তার পরিচালনা করছে চীন।

তিনি পানামা খালের টোল এবং সেখানে চীন ও হংকংভিত্তিক কোম্পানির উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে পানামা জোরালোভাবে অস্বীকার করেছে যে তারা খালের পরিচালনার দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করেছে।

যুক্তরাষ্ট্র ১৯১৪ সালে ৮২ কিলোমিটার (৫১ মাইল) দৈর্ঘ্যের এই জলপথের নির্মাণ সম্পন্ন করে।

খালটি ১৯৯৯ সালে পানামার হাতে ফিরিয়ে দেওয়ার পর থেকে এটি নিয়ন্ত্রণ করছে পানামা খাল কর্তৃপক্ষ, যা পানামা সরকারের তত্ত্বাবধানে একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

তবে মুলিনো বলেছেন যে তিনি রুবিওর সাথে খালের নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করবেন না।

রুবিও এরপর এল সালভাদর, কস্টা রিকা, গুয়াতেমালা এবং ডোমিনিকান রিপাবলিকেও সফর করবেন, যেখানে অভিবাসীদের ফেরত পাঠানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন কমিয়ে আনার প্রচেষ্টা আলোচনার তালিকায় থাকবে।