ফ্রান্সে ঘূর্ণিঝড় হারমিনিয়ার আঘাত, বন্যার কারণে লাল সতর্কতা

Your browser doesn’t support HTML5

গুরুতর আবহাওয়ার কারণে সোমবার ব্রিটানি জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে, বিশেষ করে ইল-এট-ভিলাইন বিভাগে; ফ্রান্সের আবহাওয়া দপ্তর বন্যার জন্য একে লাল সতর্কতার অধীনে রেখেছিল।

ঘূর্ণিঝড় হারমিনিয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের কারণে পানির স্তর উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে; তা সামলাতে এই অঞ্চল হিমশিম খাচ্ছে।

গুইপ্রি-মেসাক গ্রামে জলমগ্ন রাস্তা দিয়ে ছোট নৌকা টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে উদ্ধারকর্মীদের।

এই ঘূর্ণিঝড় ব্যাপক বিঘ্ন তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য জরুরি পরিষেবাগুলি উচ্চ সতর্কতা বজায় রেখেছে।

বাসিন্দাদের ঘরের মধ্যে থাকতে ও অপ্রয়োজনীয় চলাচল না করতে অনুরোধ করা হয়েছে; কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে নজর রাখছে।