ট্রাম্প: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গে শিগগিরই আলোচনা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণে আঘাতপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের তাৎর নিজের ফ্ল্যাটে দাঁড়িয়ে আছেন এক নারী। ঝাপোরিঝিয়ার, ইউক্রেন, ২৩ জানুয়ারি,২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার প্রতিবেশি ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছরের যুদ্ধ বন্ধ করতে চাপ দেওয়ার জন্য শিগগিরই তাঁর সঙ্গে কথা বলবেন।

সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ওয়াশিংটন থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্রাম্প বলেন,“লক্ষ লক্ষ তরুণ জীবন শেষ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে ভয়াবহ যুদ্ধ”।

যদিও কোন শান্তি আলোচনার কথা ঘোষণা করা হয়নি, তিনি বলেন,“ ইউক্রেন চুক্তি সম্পাদনের জন্য প্রস্তুত হয়ে আছে। এটি এমন এক যুদ্ধ যেটি শুরু হওয়ারই কথা নয়”।

হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদের তৃতীয় দিনে ট্রাম্প বলেন তিনি সৌদি আরব ও ওপেককে বিশ্বে তাদের জ্বালানি তেলের মূল্য কমাতে বলবেন যাতে করে রাশিয়ার তেল থেকে পাওয়া উপার্জন কমানো যায়। যুদ্ধে অর্থায়নে রাশিয়া এই অর্থ ব্যবহার করে থাকে, যা কীনা বর্তমানে ব্যারেল প্রতি ৭৭ ডলারে বিক্রি করা হচ্ছে।

ট্রাম্প বলেন, “ মূল্য কমে গেলে, সাথে সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ হবে”।

তিনি বলেন, “এটা করা খুব জরুরি। এখনই সময় এটা শেষ করার”।

হুমকির মুখে রাশিয়া অবিচলিত

ট্রাম্পের এই নতুন মন্তব্যের ঠিক একদিন আগেই এই সংঘাতকে তিনি একটি “প্রহসনমূলক যুদ্ধ” বলে বর্ণনা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় পুতিনকে বলেন যে তিনি যদি এটি শেষ করার জন্য না এগোন তা হলে পশ্চিমে রাশিয়ার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক, কর আরোপ করবে এবং নিষেধাজ্ঞা আরোপ করবে।

তবে ট্রাম্পের এই হুমকির মুখে ক্রেমলিন অনড় থেকে বলেছে তারা রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে নতুন কোন উপাদান দেখছে না।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেন, “ তিনি(ট্রাম্প) এ ধরণের পদ্ধতিই পছন্দ করেন অন্তত প্রেসিডেন্ট হিসেব তাঁর গত আমলেও তিনি এটাই পছন্দ করতেন।

পেসকভ বলেন হোয়াইট হাউসে ট্রাম্প যখন তাঁর চার বছরের মেয়াদ শুরু করছেন রাশিয়া “পারস্পরিক সম্মানজনক সংলাপের জন্য প্রস্তুত থাকছে”।

ট্রাম্প সামাজিক মাধ্যমের একটি পোস্টে পুতিনকে বলেন যে তিনি “ রাশিয়াকে কষ্ট দিতে চান না”, রাশিয়াতো যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভে সাহায্য করেছিল কিন্তু এখন সময় এসেছে প্রতিবেশী ইউক্রেনের উপর মস্কোর আক্রমণ বন্ধ করার।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল আকাউন্টে বলেন,“এ সব বলার পর আমি এখন রাশিয়া, যার অর্থনীতি ব্যর্থ হচ্ছে, এবং প্রেসিডেন্ট পুতিনকে বড় ধরণের অনুগ্রহ করতে যাচ্ছি। এখনই এটা নিস্পত্তি করুন এবং এই প্রহসনের যুদ্ধ বন্ধ করুন। এটা কেবলই আরও অবনতির দিকে যাবে”।

ট্রাম্প বলেন,“দ্রুত একটি নিস্পত্তি যদি না হয়” তা হ’লে কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া তাঁর কাছে “ আর কোন বিকল্প থাকছে না”। সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা প্রায়শই রাশিয়ার অর্থনীতির প্রধান খাতগুলি এবং পুতিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্ধুদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । তাতে সে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে কিন্তু যুদ্ধ থামানো যায়নি”।

ট্রাম্প বলেন,“আসুন আমরা এই যুদ্ধ শেষ করি! এই যুদ্ধতো শুরুই হতো না যদি আমি তখন প্রেসিডেন্ট থাকতাম। আমরা এই যুদ্ধ সহজ উপায়ে কিংবা কঠিন উপায়ে বন্ধ করতে পারি- সহজ উপায়টাই সব সময়ে ভাল । এখন সময় এসেছে আপোষ রফা করার। আর কোন জীবন শেষ হতে দেওয়া যায় না”।

ঝাপোরিঝিয়ার কর্মকর্তারা বলছেন রাশিয়ার আক্রমণে নিহত এক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ঝাপোরিঝিয়া অঞ্চলের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্ণর ইভান ফেদোরভ টেলিগ্রামে বলেন যে রাশিয়ার ড্রোনগুলো একটি জ্বালানি স্থাপনা বিধ্বস্ত করে এবং এতে হাজার হাজার লোকের বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

মাইকোলাইভ অঞ্চলের গভর্ণর ভাইটালি কিম টেলিগ্রামে বলেন যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়টি রুশ ড্রোনকে ভূপতিত করেছে । তবে কিম বলেন, বহু ড্রোনের ধ্বংসাবশেষে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা রাশিয়া-ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলোগোরে ইউক্রেনের চারটি ড্রোন ভূপতিত করেছে।

এই প্রতিবেদনের কিছ তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।