লস অ্যাঞ্জেলেসের উত্তরে দাবানলের কারণে ৫০,০০০ এরও বেশি লোককে সরিয়ে নেওয়ার আদেশ

Your browser doesn’t support HTML5

লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ে বাতাসের কারণে নতুন দাবানল ছড়িয়ে পড়ায় ৫০,০০০ এরও বেশি লোককে সরে যাবার বা সতর্কতা অবলম্বনের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে হিউজে আগুন লেগে যায়।

এটি প্রায় ১৫ বর্গমাইল এলাকা জুড়ে গাছ এবং ঝোপ ঝাড়ের মধ্যে ছড়িয়ে পড়ে।

লেক ক্যাসটাইক এলাকায় বিশাল কালো ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।

অগ্নিদগ্ধ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সপ্তাহান্তে যখন বৃষ্টিপাত হবার প্রত্যাশা করা হয়েছিলো তখনই উল্টো দাবানলের ঘটনা ঘটল।

তবে অল্প পরিমাণ বৃষ্টিপাতও কিন্তু বিষাক্ত ছাই ছড়িয়ে পড়ার মতো নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

এদিকে, মারাত্মক দাবানলের কারণে রেড ফ্ল্যাগ সতর্কতা শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।