প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের উপরে শুল্ক আরোপের অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ফেব্রুয়ারির ১ তারিখের মধ্যে চীন থেকে আমদানিকৃত জিনিষের উপরে ১০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে বলে সতর্ক করেছেন কারণ ফেন্টানল চীন থেকে মেক্সিকো এবং কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। ট্রাম্প পর্যাপ্ত আমেরিকান পণ্য আমদানি না করার জন্য ইইউকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন ২২টি রাজ্য মঙ্গলবার অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সন্তানদের জন্মগত অধিকার বাতিল ঠেকাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। সংবিধানে কয়েকটি ব্যতিক্রম ছাড়া এদেশে জন্মগ্রহণকারীদের নাগরিকত্বের নিশ্চয়তা দেয়া আছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও মঙ্গলবার তার প্রথম দিনে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটা চীনের দিকে দৃষ্টি নিবদ্ধ করার দিকেই ইঙ্গিত দেয়। ঐ তিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ছিলেন।