সোমবার ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে আছে আন্তর্জাতিক স্বাস্থ্য ও জলবায়ু সংগঠন থেকে নাম প্রত্যাহার ও একটি বৈদেশিক ত্রাণ উদ্যোগ স্থগিতকরণ।
প্রথম মেয়াদে ট্রাম্প পররাষ্ট্রনীতির ক্ষেত্রে “আমেরিকা ফার্স্ট” কৌশল অবলম্বন করেছিলেন। সোমবার স্বাক্ষরিত এক আদেশে ট্রাম্প নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই কৌশল অবলম্বন করে আমেরিকার স্বার্থকে প্রাধান্য দেওয়ার দিকে নজর দেওয়ার কথা উল্লেখ করেন।
“এই দিন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শুধু আমেরিকানদের মৌলিক স্বার্থ নিয়ে কাজ করবে এবং সব সময় আমেরিকা ও আমেরিকার নাগরিকদের প্রাধান্য দেবে”, নির্দেশে বলা হয়।
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। প্রথম মেয়াদেও তিনি একই নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের রেকর্ড” আছে যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।
প্রায় ২০০টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন সীমিত করা। এই চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তনে অবদান রাখে এমন গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে প্রতিটি দেশ পৃথক পরিকল্পনা তৈরি করেছিল।
প্রথম মেয়াদে নেওয়া আরেক সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। তিনি অভিযোগ করেন, এই সংস্থা কোভিড-১৯ মহামারির সঠিক ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্র থেকে মাত্রাতিরিক্ত তহবিল পেয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক ত্রাণ উদ্যোগ "আমেরিকানদের স্বার্থের সঙ্গে একাত্ম নয়", এমন অভিযোগ তুলে ট্রাম্প আগামী ৯০ দিনের জন্য সব বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত করেছেন এবং জানিয়েছেন, প্রকল্পগুলো যাচাই-বাছাই করা হবে।
ইতোমধ্যে কংগ্রেস এ ধরনের অনেক প্রকল্পের অর্থায়ন প্রক্রিয়া শুরু করেছে। এ কারণে, এ নির্দেশে ঠিক কতটুকু ত্রাণ প্রভাবিত হবে, তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।