ওয়াশিংটন থেকে বিদায় নিলেন বাইডেন

Your browser doesn’t support HTML5

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ক্যাপিটল ভবন থেকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও জিল বাইডেনকে বিদায় দিলেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় বেলা ১২টা বেজে ২ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্য পাঠ করান।

এর আগে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসাবে প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

ট্রাম্প গাড়ি থেকে নামার পর বাইডেনের সাথে হাত মেলানোর জন্য হোয়াইট হাউসের সিঁড়ি বেয়ে ওঠার সময় বাইডেন তাকে "ওয়েলকাম হোম" বলে স্বাগত জানান।

শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরুর আগে তারা হোয়াইট হাউসে সবাই মিলে চা খান।