শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় যোগ দেয়ার জন্য ক্যাপিটল ভবনে পৌঁছেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। একই লিমোজিনে চড়ে তারা হোয়াইট হাউজ থেকে ক্যাপিটল ভবনে পৌঁছান।
তাদের সঙ্গে ছিলেন জয়েন্ট কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান মিনেসোটার সেনেটর এমি ক্লোবুচার।