দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডনাল্ড ট্রাম্প। অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রথাগত ভাবে ক্যাপিটাল হিলের বাইরে না হয়ে ভিতরে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রায় ৬’শ মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন। এটি উপস্থিত থেকে দেখার জন্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার লোক টিকিট নিয়ে ছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার জেনারেল মার্ক মিলি, ডঃ অ্যান্থনি ফাউচি এবং ৬ জানুয়ারির কংগ্রেসনাল কমিটির সদস্যদের সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। তিনি বলেন, এরা "অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের টার্গেট হওয়ার যোগ্য নয়"। ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি তার কথিত রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।
ডনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর টিকটক অ্যাপটির অ্যাকসেস পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর রবিবার যুক্তরাষ্ট্রে তাদের পরিসেবা আবার চালু করেছে টিকটক। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে একটি দ্বিদলীয় আইন করে কিছু সময়ের জন্য টিকটক বন্ধ করতে বাধ্য করা হয়।