কলকাতায় এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে পুলিশ স্বেচ্ছাসেবক দোষী সাব্যস্ত হয়েছে

Your browser doesn’t support HTML5

ভারতের পূর্বাঞ্চলে কলকাতা শহরের এক হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের দায়ে এক পুলিশ স্বেচ্ছাসেবক দোষী সাব্যস্ত হয়েছে। দ্রুত অপরাধের বিচার সম্পন্ন হয়েছে। এই অপরাধের ফলে নারীদের নিরাপত্তার অভাব নিয়ে গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। শনিবার, ১৮ জানুয়ারি।

আদালতের বাইরে নিহত জুনিয়র চিকিৎসকেরপ্রতি সংহতি জানাতে বেশ কয়েকজন চিকিৎসক স্লোগান দেন।

রায় নিয়ে জল্পনার মাঝে ২০০-র বেশি সশস্ত্র পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল; অভিযুক্ত রয়কে পুলিশের গাড়িতে আদালতে আনা হয়।

আদালতের একাধিক সূত্রের বক্তব্য অনুযায়ী, এই তদন্তে ১২৮ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে; এদের মধ্যে ৫১ জনকে বিচার চলাকালে জিজ্ঞাসাবাদ করা হয়; এই প্রক্রিয়া শুরু হয়েছিল ১১ নভেম্বরে এবং দ্রুত এই মামলার রায় বের করা হয়েছে।

গত বছর ৯ আগস্টে সরকারি আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শ্রেণিকক্ষে নারীটির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তার সুবিচার ও সরকারি হাসপাতালগুলিতে আরও ভাল নিরাপত্তার দাবিতে অন্যান্য চিকিৎসকরা কয়েক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করেছিলেন।