যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ, অ্যাপের ভরসা এখন ট্রাম্পের উপর

চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক।

যুক্তরাষ্ট্রে শনিবার রাত থেকে সামাজিক মাধ্যম টিকটক কাজ করা বন্ধ করে দিয়েছে এবং অ্যাপল ও গুগল অ্যাপ স্টোর থেকে অদৃশ্য হয়ে গেছে। রবিবার থেকে একটি আইন কার্যকর হচ্ছে, যার অধিনে আমেরিকার ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটি বন্ধ করে দেয়ার হয়েছে।

এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, সোমবার দায়িত্ব নেয়ার পর তিনি টিকটককে ‘খুব সম্ভবত’ নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য ছাড় দেবেন, যে কথা টিকটক অ্যাপ ব্যবহারকারীদের জন্য বার্তায় উল্লেখ করেছে।

চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে (গ্রেনিচ মান সম্ময় ০৩৪৫ মিনিট) ব্যবহারকারীদের জানায়, “যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার একটি আইন প্রণয়ন করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেননা। আমরা সৌভাগ্যবান যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনরায় চালু করার সমাধানে আমাদের সাথে কাজ করবেন। দয়া করে সাথেই থাকুন।”

যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহারকারীদের জন্য টিকটকের বার্তা। ফটোঃ ১৯ জানুয়ারি, ২০২৫।

ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট এবং লাইফস্টাইল সোশ্যাল অ্যাপ লেমন ৮-এর মতো বাইটড্যান্সের মালিকানাধীন অন্যান্য অ্যাপও অফলাইন ছিল এবং ইউএস অ্যাপ স্টোরে এগুলো পাওয়া যাচ্ছিলো না।

এনবিসিকে ট্রাম্প বলেন, “৯০ দিনের মেয়াদ বাড়ানোর বিষয়টি সম্ভবত করা হবে, কারণ এটি যথাযথ। যদি আমি তা করার সিদ্ধান্ত নেই, তাহলে সম্ভবত সোমবার আমি এটি ঘোষণা করবো।”

যুক্তরাষ্ট্রের কোনো ব্যবহারকারী এখনো অ্যাপটি এক্সেস করতে পারছেন কিনা তা স্পষ্ট নয়, তবে এটি অনেক ব্যবহারকারীর পক্ষে আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না এবং ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে এতে এক্সেস করতে চাওয়া লোকজনকে নোটিফিকেশান দেয়া হচ্ছে যে, টিকটক আর কাজ করছে না।

আমেরিকানদের প্রায় অর্ধেককেই টিকটক আকৃষ্ট করেছে।টিকটক ক্ষুদ্র ব্যবসাকে শক্তিশালী করেছে, অনলাইন সংস্কৃতি গড়ে তুলেছে। শুক্রবার তারা সতর্ক করে দেয় যে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে তারা প্রয়োগকারী পদক্ষেপের মুখোমুখি হবে না এমন নিশ্চয়তা না দিলে রবিবার যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।

গত বছর পাস হওয়া এবং শুক্রবার সুপ্রিম কোর্ট দ্বারা সর্বসম্মতিক্রমে বহাল রাখা একটি আইনের অধীনে, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন উদ্বেগ নিরসনে এটি তার চীন-ভিত্তিক প্যারেন্ট কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করতে অথবা যুক্তরাষ্টড়ে কার্যক্রম বন্ধ করার জন্য রবিবার পর্যন্ত সময় পাবে।

শনিবার হোয়াইট হাউস পুনর্ব্যক্ত করেছে যে, পদক্ষেপ নেয়ার বিষয়টি পরবর্তী প্রশাসনের ওপর নির্ভর করে।