বিএনপির মির্জা ফখরুল বলছেন, সংস্কার ও নির্বাচন 'একসঙ্গে চলতে পারে'

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ জানুয়ারি, ২০২৫।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই এবং দুটোই একসঙ্গে চলতে পারে। তিনি বলেছেন, "সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, তারা সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে।"

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

"আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব, " তিনি বলেন।

এ সময় চার সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব।

তিনি বলেন, "আমরা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। কারণ পুরো রিপোর্ট এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।"

ঐকমত্য ছাড়া কোনোকিছুই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, "একইসঙ্গে আমরা সব মানুষের মধ্যে শক্তিশালী ঐক্য কামনা করি এবং আশা করি যে আমরা শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে আসতে পারব, একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব।"

নির্বাচন দেয়া নিয়ে নানা বক্তব্য দিয়ে সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

এর আগে ১৪ জানুয়ারি মির্জা ফখরুল বলেছিলেন এই বছরের মাঝামাঝি সময়েই নির্বাচন দেয়া সম্ভব যদি সরকার চায়।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ২০২৬ সালের প্রথম ভাগেই নির্বাচন দেয়ার কথা জানিয়েছে।