শনিবার সকল বেলা রাশিয়ার বাহিনী কিয়েভের উপর একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে অন্তত তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর কাচেঙ্কো জানান আরও তিন জন এতে আহত হয়েছেন। এই আক্রমণে একটি বিপণী কেন্দ্র, মেট্রো স্টেশন, ব্যবসা কেন্দ্র , পানির পাইপ সব কিছু বিধবস্ত হয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিতশকো বলেন শহরে বিমান প্রতিরক্সা ব্যবস্থা চালু রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনের সংবাদ মাধ্যমকে বলেন যে কিয়েভে তাক করা উভয় ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা হয়েছে কিন্তু সেই দুটির মধ্যে একটিকে স্বল্প উচ্চতায় ভূপাতিত করা হয় এবং তাতে বড় রকমের ক্ষতি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক মাধ্যমে বলেন, “এই যুদ্ধে যারা রাশিয়াকে সাহায্য করছে তাদেরকেও এমনই চাপে রাখা দরকার যা এই সব আক্রমণের চাইতে কম নয় । আমরা গোটা বিশ্বের সঙ্গে এক হয়ে কেবল এটি সম্পাদন করতে পারি”।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেন যে রাশিয়ার অঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এই আক্রমণ ছিল তারাই “প্রতিশোধ”।
রাশিয়ার প্রতিরক্সা মন্ত্রণালয় বলে, “রাশিয়ার সশস্ত্রবাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলিতে সুনির্দিষ্ট নির্দেশনাকারী অস্ত্র দিয়ে এই গুচ্ছ আক্রমণ চালায়। এই সব স্থাপনার মধ্যে ছিল লাচ ডিজাইন ব্যুরো যারা দূর পাল্লার কে।সপণাস্ত্র তৈরি করে।”
শহরটির কর্মকর্তারা বলছেন যে এই ঘটনার শিকার দুই জন পুরুষের বয়স ছিল যথাক্রমে ৪৩ ও ২৫ বছর এবং একজন নারীর বয়স ছিল ৪১ বছর। আগের এক হিসেবে বলা হয়েছিল যে এই আক্রমণে চার জন নিহত হয়েছেন কিন্তু পরে তা সংশোধন করে বলা হয় নিহতদের সংখ্যা তিন।
ইউক্রেন সংসদের অমবাডসম্যান দ্যমিত্র লুবিনেটস সামাজিক মা্যমে লিখেছেন, “ এই সব কর্মকান্ড শত্রুর শুধু মাত্র নির্মমতা ও বর্বরর্তার বিষয়টিকেই তুলে ধরে”।
আরও রুশ হামলা
রাতের বেলার আরেকটি আক্রমণে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়া আঘাত হানে। সেখানকার আঞ্চলিক গভর্ণর বলেন এই আক্রমণে ১০ জন আহত হন, যাদের আট জনের বয়স ২৮ থেকে ৬৯ বছর এবং তাদেরকে হাসপাতারে ভর্তি করা হয়। স্থানীয় গভর্ণর ইভান ফেদোরভ বলেন ৪৮ বছর বয়স্কা এক নারীর অবস্থা সংকটাপন্ন।
জেলেন্সকি তাঁর প্রাত্যহিক ভাষণে বলেন, শুক্রবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার তৈরি এক ক্ষেপণাস্ত্র আক্রমণে কমপক্ষে চার জন নিহত এবং অন্তত আরও ১৪ জন আহত হন।
তিনি বলেন, “ এই রকমের আঘাত, এই রকমের ক্ষতি হতো না যদি আমরা সেই রকম প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেতাম যার কথা আমরা দীর্ঘদিন ধরে আমাদের অংশীজনদের সাথে বলে আসছি এবং সেই ব্যবস্থা পাওয়া যায়।”
জেলেন্সকি, যিনি জন্মেছিলেন এই ক্রিভি রিহ শহরে টেলিগ্রামে এই আক্রমণের নিন্দে করে বলেন, “এ রকম প্রতিটি সন্ত্রাসী আক্রমণ আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কার সাথে লড়াই করছি। রাশিয়া নিজে থেকে থামবে না – কেবল মাত্র যৌথ চাপ সৃষ্টি করে রাশিয়াকে থামানো যাবে”।
এই আক্রমণে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি পাঁচ-তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের ড্রোন আক্রমণ
এ দিকে শুক্রবার রাতে ইউক্রেনের এক ড্রোন আক্রমণে দু’টি দেশের অভিন্ন সীমান্ত থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে রাশিয়ার কালুগা অঞ্চলের একটি শিল্প এলাকায় আগুন জ্বলে ওঠে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এসেছে এপি, রয়টার্স ও এএফপি থেকে।