প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ঘোষণা করেছেন তিনি মাদক অপরাধে দোষী সাব্যস্ত কিন্তু কোন হিংসাত্মক কাজের সঙ্গে জড়িত ছিল না এমন প্রায় ২হাজার ৫’শ জনের সাজা মওকুফ করেছেন। বাইডেন এক বিবৃতিতে বলেছেন, তিনি এখন তার পূর্বসুরীদের চেয়ে বেশি ব্যক্তিগত ক্ষমা জারি করেছেন
আবহাওয়াবিদরা জানিয়েছেন আর্কটিক বায়ু প্রবাহের কারণে ৪০ বছরের মধ্যে সোমবার ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিষেকের দিনটি শীতলতম হবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় দুপুরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৮ থেকে ৫৬ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণে বৃহস্পতিবার বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাটারি সংরক্ষণাগার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শত শত মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মস ল্যান্ডিং পাওয়ার প্ল্যান্টে হাজার হাজার লিথিয়াম ব্যাটারি মজুদ রয়েছে।