যুদ্ধবিরতি স্থগিত হওয়ায় গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর তত্পরতা দেখা গিয়েছে

Your browser doesn’t support HTML5

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থগিত হয়ে যাওয়ার পর গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক বাহিনীর তত্পরতা দেখা গিয়েছে। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে শেষ মুহূর্তের মতানৈক্য দীর্ঘ-প্রতীক্ষিত যুদ্ধবিরতির অনুমোদনকে স্থগিত করে দিচ্ছে; এই চুক্তি সম্পন্ন হলে হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ হবে এবং কয়েক ডজন জিম্মি মুক্তি পাবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধান মধ্যস্থতাকারী কাতার এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণার অব্যবহিত পরেই নেতানিয়াহুর দফতর এক বিবৃতিতে এই চুক্তি নিয়ে জটিলতার বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

নেতানিয়াহুর দফতর বলেছে, হামাস পিছু না হটা পর্যন্ত যুদ্ধবিরতি বিষয়ে ভোট দিতে কর্মকর্তারা বৈঠক করবেন না; অভিযোগ করা হয়েছে, জঙ্গি গোষ্ঠীটি চুক্তির একাধিক অংশ থেকে সরে যাচ্ছে যাতে আরও ছাড় পাওয়া যায়, তবে কোন অংশগুলি তা বলা হয়নি। (এপি)

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7939120.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।