বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজ বাড়িতে এক অনুপ্রবেশকারীর হাতে বলিউড অভিনেতা সাইফ আলি খান উপর্যুপুরি ছুরিকাঘাতের শিকার হন। অস্ত্রোপচারের পর তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।
৫৪ বছর বয়সী সাইফ আলী খানকে মেরুদণ্ড, গলা এবং হাতে ছুরিকাঘাত করা হয়। তার চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছেন, যে তিনি "সম্পূর্ণ সুস্থতার পথে" রয়েছেন।
খানকে অস্ত্রোপচার করা চিকিৎসকদের একজন নীতিন দাঙ্গে বলেছেন, "তার মেরুদণ্ডে ছুরির আঘাতের কারণে থোরাসিক স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লেগেছে। ছুরি অপসারণ এবং মেরুদণ্ড থেকে বের হওয়া তরল মেরামতের জন্য অস্ত্রোপচার করা হয়েছে।"
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের পর বান্দ্রার অভিজাত এলাকায় নিজের অ্যাপার্টমেন্টে চোর সন্দেহে ওই অনুপ্রবেশকারীকে আটকানোর চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।
অ্যাপার্টমেন্টে অবস্থান করা এক নারী কর্মীও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফ আলী খান ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে। তিনি বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেছেন। তার আগের পক্ষের মেয়ে সারা একজন বলিউড অভিনেত্রী।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম সাংবাদিকদের বলেন, পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে এবং তার খোঁজে তল্লাশি শুরু করেছে। তিনি বলেন, "অভিযুক্তরা ফায়ার এস্কেপ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা কর। ডাকাতির উদেশ্যেই এটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে।"
সাইফ আলী খান মোট ৭০ টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের প্রথম ভারতীয় প্রযোজনা সেক্রেড গেমসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র এবং সিরিজেও অভিনয় করেছেন। তার আর কারিনা কাপুরের ঘরে দুটি সন্তান রয়েছে। বলিউডে বেশ সুপরিচিত এই দম্পতি।
চলচ্চিত্র তারকা ও বিরোধী দলের নেতারা নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র ক্লাইড ক্রাস্টো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রশ্ন তুলেন," যদি এরকম হাই প্রোফাইল মানুষের, যাদের নিজের প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, তাঁদের বাড়িতেই তাদের উপর হামলা হতে পারে, তবে সাধারণ নাগরিকদের কি হতে পারে?"
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তার মিত্ররা নভেম্বরের নির্বাচনে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে নির্বাচনে জয়লাভ করেছে। এর রাজধানীই মুম্বাই।