পাচার হওয়ার সময়ে তুরস্কে উদ্ধার পাওয়া শিশু গরিলা হাল্কা খেলনা নিয়ে এবং তার পরিচর্যাকারীর সঙ্গে মুষ্টিযুদ্ধ করে খেলছে। কর্তৃপক্ষ আশা করছেন যে একদিন প্রকৃতিতে তার নিজস্ব স্থানে তারা তাকে ফিরিয়ে দিবেন।
নাইজেরিয়া থেকে ব্যাংককগামি এক ফ্লাইটে যাবার পথে ইস্তাম্বুল বিমান বন্দরে শুল্ক কর্তৃপক্ষ জেইলিন নামের এই শিশু গরিলাকে পান।
আন্তর্জাতিক ভাবে গরিলা বহন করা বে-আইনি কারণ এটি হচ্ছে একটি বিপন্ন প্রজাতি (রয়টার্স)