প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার কংগ্রেসকে অবহিত করেছেন যে তিনি যুক্তরাষ্ট্র চিহ্নিত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে বাদ দিতে চান এবং একটি চুক্তির আওতায় ক্যাথলিক চার্চের সহায়তায় সে দেশের ৫৫৩ জন রাজনৈতিক বন্দীর মুক্তির বিনিময়ে হাভানার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করতে চান।
প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিদেশ থেকে শুল্ক ও অন্যান্য রাজস্ব সংগ্রহের জন্য এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস নামে একটি নতুন সংস্থা গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। বাণিজ্য বিভাগ এবং কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিভাগ বর্তমানে অন্যান্য দেশ থেকে শুল্ক এবং রাজস্ব সংগ্রহ করে।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিশ্বের সবচেয়ে ধনবান ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে ২০২২ সালের গোড়ার দিকে টুইটার স্টকের মালিকানা যথাসময়ে প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য মামলা দায়ের করেছে। ঐ বছরের শেষের দিকে তিনি সোশ্যাল মিডিয়ার সাইট টুইটারের মালিকানা কিনে নেন। সংস্থাটি দাবি করেছে যে টুইটারের যে ৫ শতাংশ শেয়ারের মালিকানা মাস্কের ছিল সেটা তার প্রকাশ করা উচিত ছিল। ঐ কারণে তিনি "কমপক্ষে ১৫০ মিলিয়ন ডলার" কম দিতে সক্ষম হন।