গাজার শাসন ক্ষমতা ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত, বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

ফাইল ছবি - গাজায় ইসরায়েলি হামলার পর এক নারী সেখানে দাঁড়িয়ে আছেন।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো সংস্থার পক্ষে ভবিষ্যতে গাজা পরিচালনা করা অগ্রহণযোগ্য। ইসরায়েল এবং হামাস ১৫ মাসের যুদ্ধ সমাপ্ত করার জন্য একটি চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছে বলে মনে হচ্ছে।

প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বুধবার বলেন, “আমরা যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি এমন সময় এটি জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে, বৈধ ফিলিস্তিনি নেতৃত্ব এবং ফিলিস্তিনি সরকার বাদে আর কোনো সত্তার গাজা শাসন গ্রহণযোগ্য হবে না।” তিনি এখন নরওয়ে সফরে আছেন। গত মে মাসে যে তিনটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে তার মধ্যে একটি।

২০০৭ সালে হামাস গাজার ক্ষমতা দখল করে। এতে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত স্বশাসন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমাবদ্ধ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র পশ্চিম তীর ও গাজা উভয় অঞ্চলকে শাসন করার জন্য একটি পুনর্নির্মিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সরকার এর বিরোধিতা করে।

মুস্তাফা বলেন, “পশ্চিম তীর ও গাজার মধ্যকার বিচ্ছেদ সুসংহত করা বা অন্তর্বর্তীকালীন সত্তা তৈরির যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হবে।”

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। সে সময় জঙ্গিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করে। গাজায় এখনো আটক থাকা ১০০ জন জিম্মির এক-তৃতীয়াংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েল-হামাস যুদ্ধে গাজায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যোদ্ধা ও বেসামরিক নাগরিকের মধ্যে পার্থক্য না করলেও বলছে, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।