ক্যালিফোর্নিয়ার তীব্র দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা 'আরো ভালোভাবে প্রস্তুত'

লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুন নেভানোর চেষ্টা। ১৩ জানুয়ারি,  ২০২৫। 

ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরা মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে নতুন বা ক্রমবর্ধমান দাবানলের সম্ভাবনার মুখে নতুন আরো জনশক্তি এবং সরঞ্জামাদি নিয়ে প্রস্তুত রয়েছেন। ওই অঞ্চলে এখনো বাতাসের উচ্চ গতিবেগ এবং শুষ্ক অবস্থায় সতর্কতা বিদ্যমান রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, মঙ্গলবার বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিচ্ছিন্ন এলাকা ভয়াবহ দাবানলের ঝুঁকি রয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন সোমবার বলেন, গত সপ্তাহে যখন ধারাবাহিক দাবানল দেখা দিয়েছিল সে সময়ের চেয়ে দমকলকর্মীরা এখন “বেশ ভালোভাবে প্রস্তুত”, তবে বাতাসের ঝাপটার কারণে কর্তৃপক্ষ অগ্নি নির্বাপন প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ বিমানটি অবতরণ করতে বাধ্য হতে পারে। জ

দমকলকর্মীরা একটি এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছে। লস এঞ্জেলসের উত্তরে আরেকটি আগুন ৯৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন (ক্যাল ফায়ার) জানায়, লস অ্যাঞ্জেলসের পশ্চিম দিকের প্যালিসেডস ফায়ারসহ দুটি বৃহত্তম দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। সোমবার পর্যন্ত এর ১৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

দাবানলের অন্য অংশটি হলো শহরের পূর্ব দিকে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন ফায়ার। ক্যাল ফায়ার জানায়, আগুন ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এবং ৫৭ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে।

দাবানলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ নিখোঁজ কয়েক ডজন মানুষের অনুসন্ধান অব্যাহত রেখেছে।

ওই অঞ্চলের প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিং-এ আরও ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।”

বাইডেন বলেন, অগ্নিনির্বাপক কর্মীদের ওভারটাইম বেতন, ধ্বংসাবশেষ অপসারণ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সাহায্য করার জন্য ফেডারেল সরকার সহায়তা প্রদান করছে।

কংগ্রেসের কিছু রিপাবলিকান নেতা পরামর্শ দেন, ফেডারেল সহায়তা কেবল শর্তসাপেক্ষেই দেয়া উচিত। তারা ক্যালিফোর্নিয়ার নেতৃত্বের সমালোচনা করে বলেন, নেতারা জল ও বনজ সম্পদের অব্যবস্থাপনার জন্য দায়ী।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।