জাপানে ভূমিকম্পের পর কর্মীরা ভাঙা পানির পাইপ মেরামত ও ভূমিধসের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করছেন

Your browser doesn’t support HTML5

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবারের ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্মীরা একটি ছোট ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার এবং ভূগর্ভস্থ পানির পাইপ মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫।

সুনামি সতর্কতার কারণে মানুষকে উপকূল এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়। তবে পরে এই নির্দেশিকা বাতিল করা হয়।

প্রথমে কর্মকর্তারা ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে ধারণা করেছিলেন। পরে তা কমিয়ে সংশোধন করা হয়।

জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের "রিং অফ ফায়ার"-এর আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ফল্ট লাইনগুলির এলাকায় অবস্থিত হওয়ার কারণে প্রায়ই ভূমিকম্পে আক্রান্ত হয়।

এই ভূমিকম্প কতটা তথাকথিত নানকাই ট্রাফ ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত তা পরিমাপ করতে সোমবার রাতে আবহাওয়া সংস্থার বিশেষজ্ঞরা বৈঠক করে আপাতত অতিরিক্ত কোনও পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নানকাই ট্রাফ একটি বড় মাত্রার ভূমিকম্প প্রবণ বিস্তৃত অঞ্চলকে বোঝায়, যা মাঝে মধ্যে বড় ভূমিকম্পের শিকার হয় বলে বিশ্বাস করা হয়।