ফতুল্লায় কারখানা বন্ধ ও ছাঁটাইকে কেন্দ্র করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কারখানা বন্ধের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ১৪ জানুয়ারি, ২০২৫।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে তারা বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন। আর ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না।

ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন। এই কারখানায় কয়েকশ শ্রমিক রয়েছেন।

তারা আরও বলেন, “বিনা কারণে শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করেন। এমনকি কারখানার ভেতরে ক্যানটিন না থাকার কারণে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। এছাড়াও, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুর ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।"

আন্দোলনরত শ্রমিকরা জানান, "মালিকের কঠোর এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। কোনো কারণ ছাড়াই এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। এছাড়াও মালিকপক্ষের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়।"

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, "সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখেন এবং বিক্ষোভ করেন। তাদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।"

তিনি জানান, পরে মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই গার্মেন্টস শিল্পে অস্থিরতা চলছে, প্রায় প্রতি সপ্তাহেই শ্রমিকদের নানা দাবিতে গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে।