বেলজিয়ামে দেশব্যাপী ধর্মঘটে হাজার হাজার মানুষ অংশ নেন 

Your browser doesn’t support HTML5

বেলজিয়ামে দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিক্ষোভকারীরা ব্রাসেলসের রাস্তায় সম্ভাব্য পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হন। সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫।

কর্মকর্তাদের মতে, প্রায় ৩০,০০০ মানুষ রাজধানী ব্রাসেলসের রাস্তা দিয়ে মিছিল করেন।

ধর্মঘটের ফলে আকাশপথ ও রেলপথের চলাচল ভেঙ্গে পড়ে, এবং অনেক স্কুল বন্ধ ছিল।

ব্রাসেলস বিমানবন্দরের ব্যাগেজ হ্যান্ডলার, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য গ্রাউন্ড স্টাফ ধর্মঘটে অংশ নেওয়ার কারণে সকল ফ্লাইটের অর্ধেক বাতিল করা হয়। জাতীয় ট্রেন অপারেটর এনএমবিএস জানিয়েছে যে দেশজুড়ে শুধুমাত্র সীমিত সংখ্যক ট্রেন চলাচল করছিল।

রাজধানী ব্রাসেলসে গণপরিবহনও ব্যাপকভাবে প্রভাবিত হয়।

সরকার গঠনের আলোচনা কয়েক মাস ধরে চলা সত্ত্বেও কার্যত কোন অগ্রগতি হয়নি, কারণ পাঁচটি দল সরকারী আর্থিক বিষয় এবং বিতর্কিত পেনশন সংস্কারের বিষয়ে একমত হতে পাড়ছে না।