থাইল্যান্ডের ধানক্ষেত বন্যার প্রেরণায় রঙিন মুরালে রূপান্তরিত

Your browser doesn’t support HTML5

গত সেপ্টেম্বরে প্লাবন ঘটানো এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করা বন্যার প্রতি জীবন্ত নিদর্শন হিসেবে উত্তর থাইল্যান্ডের একটি ধানক্ষেতে জ্বলন্ত লাল ড্রাগন, বিড়াল দেবতা এবং পরিত্যক্ত কুকুর ও বিড়াল শিল্পকর্মের রূপে দেখা যাচ্ছে। রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫।

দুই হেক্টরের (বা পাঁচ একরের) বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই রহস্যময় প্রাণীগুলি তান্যাপং জাইকাম এর সৃষ্টি।

তিনি একজন কারখানার কর্মী ও কৃষক, এবং তার ব্যক্তিগত প্রকল্পকে বাস্তবায়ন করতে ধানক্ষেতকে শিল্পকর্মে রূপান্তরিত করছেন।

তার শিল্পকর্ম ২০২৪ সালের সেপ্টেম্বরে চিয়াং রাই এবং উত্তর থাইল্যান্ডে মারাত্মক বন্যার প্রেরণায় তৈরি, যা হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল।

তিনি চন্দ্র নববর্ষের সমাপ্তি চিহ্নিত করতে ড্রাগন এবং স্থানীয় চার-কান ও পাঁচ-চোখওয়ালা বিড়াল দেবতা বেছে নেন। ধানক্ষেতের নিচে বন্যার পানিতে আটকে পড়া কুকুর ও বিড়ালকে চিত্রিত করেছেন, যারা সেই দুর্যোগের সময় সাহায্যের জন্য অপেক্ষা করছিল।

গত অক্টোবর থেকে, তান্যাপং এবং তার দল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পকর্ম তৈরির সযত্ন প্রক্রিয়া শুরু করেন, যেখানে ডিজাইন আউটলাইনগুলি নির্ধারণ এবং পরিমার্জন করা হয়।

প্রায় ২০ কিলোগ্রাম (৪৫ পাউন্ড) নানা রঙের চালের বীজ ব্যবহার করে তারা বিভিন্ন ধান সাবধানে রোপণ করে, যার ফলে ধানক্ষেতটি একটি রঙিন শিল্পকর্মে পরিণত হয়।