সৌদি আরবে সিরিয়ার সমর্থন নিয়ে আলোচনা করতে আরব ও ইইউ কূটনীতিকদের বৈঠক

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান আল-সাউদ রিয়াদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ফটোঃ ১২ জানুয়ারি, ২০২৫।

রবিবার সিরিয়া নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ কূটনীতিকরা সৌদি রাজধানীতে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর বিশ্ব শক্তিগুলো স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জোর দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতি সৌদি আরব গত মাসে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ায় তাদের প্রভাব বৃদ্ধি করতে চাচ্ছে।

এএফপিকে একজন সৌদি কর্মকর্তা বলেন, আলোচনায় আরব কর্মকর্তাদের বৈঠকের পাশাপাশি তুরস্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ একটি বৃহত্তর সভা অন্তর্ভুক্ত থাকবে।

সিরিয়ার নতুন নেতা, আহমেদ আল-শারা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করছেন। তিনি আসাদকে উৎখাতকারী জোটটির প্রধান বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দেন। রিয়াদ আলোচনায় তার প্রশাসনের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা শক্তিগুলি ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভে কঠোর দমন-পীড়ন চালানোর জন্য আসাদ সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই ঘটনা সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত করে।

সিরিয়ায় ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ৫ লক্ষেরও বেশি নিহত হয়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে এবং জনগণ দারিদ্র্যের সম্মুখীন হয়েছে। ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে এবং অনেকেই ইউরোপে আশ্রয় নিয়েছে।

সিরির রাজধানি দামেস্কে একদল তরুণ শান্তির গ্রাফিতি আঁকছেন। ফটোঃ ১২ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট গত সোমবার বলে, তারা জ্বালানি এবং স্যানিটেশন সহ জরুরি সেবাসমূহের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করবে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে আরও ব্যাপক পদক্ষেপ নেওয়ার আগে অগ্রগতি দেখার জন্য অপেক্ষা করবেন।

যুক্তরাষ্ট্রের আন্ডারসেক্রেটারি অফ স্টেট জন ব্যাস-এরও এই সম্মেলনে যোগ দেয়ার কথা, যিনি তুরস্ক সফর শেষে রিয়াদ আসবেন।

ষ্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, তুরস্কে ব্যাসের আলোচনায় "আঞ্চলিক স্থিথিশিলতার গুরুত্ব, সিরিয়া যাতে আবার সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়" এবং ইসলামিক ষ্টেট-এর "স্থায়ী পরাজয় নিশ্চিত করা" স্থান পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক, কাইয়া কালাস শুক্রবার বলেন, যদি সিরিয়ার নতুন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় এমন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পদক্ষেপ নেয়, তবে ২৭টি দেশের জোটটি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা শুরু করতে পারে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক রবিবার রিয়াদে সাংবাদিকদের বলেন, তার সরকার একটি "স্মার্ট পন্থা" চাচ্ছে, যা নিষেধাজ্ঞা কার্যকর রেখে সিরিয়ার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, "গৃহযুদ্ধের সময় গুরুতর অপরাধ করা আসাদের দোসরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবশ্যই বহাল থাকতে হবে। সিরিয়ার এখন ক্ষমতার হস্তান্তর থেকে দ্রুত সুফল প্রাপ্তি প্রয়োজন।" তিনি আরও বলেন, জার্মানি "খাদ্যের জন্য, জরুরী আশ্রয় এবং চিকিৎসা সেবার জন্য" আরও ৫ কোটি ইউরো প্রদান করবে।

জাতিসংঘের মতে, সিরিয়ার প্রতি ১০ জনের মধ্যে ৭ জনেরই সাহায্য প্রয়োজন।

সৌদি সমর্থনের গুরুত্ব বিবেচনা করছে

সৌদি আরব ২০১২ সালে আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তার উৎখাতের পক্ষে ছিল। কিন্তু, ২০২৩ সালে সৌদি আরব একটি আরব লীগ বৈঠক আয়োজন করে, যেখানে আসাদকে আবার আঞ্চলিক গোষ্ঠীতে স্বাগতম জানানো হয়।

এই মাসে এই উপসাগরীয় রাজ্য সিরিয়াতে ভূমি এবং আকাশপথে সিরিয়ার জন্য খাদ্য, আশ্রয় এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।

রিয়াদ এখন যুদ্ধবিধ্বস্ত দেশটির পরবর্তী পর্যায়ে স্থানান্তরে সমর্থনের উপায় নিয়ে আলোচনা করছে।

ওয়াশিংটনের আরব গাল্ফ স্টেটস ইনস্টিটিউটের অনাবাসিক ফেলো আনা জ্যাকবস বলেন, "এই শীর্ষ সম্মেলন বার্তা পাঠায় যে সৌদি আরব সিরিয়ার পুনর্গঠনকে সমর্থন করার জন্য আঞ্চলিক প্রচেষ্টার সমন্বয়ের জন্য নেতৃত্ব দিতে চায়।"