বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক

ফাইল ছবিঃ রোহিঙ্গা শরণার্থী

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিডং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী, শিশু ও বৃদ্ধসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে আলীকদম ব্যাটালিয়ন এ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন বাংলাদেশির সহায়তায় রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দলটিকে আটক করে।

একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এছাড়া অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আলীকদম থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, অবৈধ সীমান্ত অতিক্রম ঠেকাতে কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জাহিদ উদ্দিন আটককৃতদের সম্পর্কে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখনো কোনো মামলা হয়নি বলে জানান। ‘মামলা দায়েরের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান তিনি।

মিয়ানমারে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই সময়ে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়ে উঠেছে। এর ফলে অনেক রোহিঙ্গা নিরাপত্তার খোঁজে এই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ কর্তৃপক্ষ সীমান্ত নজরদারি, শরণার্থীদের আগমন ঠেকাতে এবং নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।