ক্যালিফর্নিয়ার দক্ষিণাঞ্চলে উন্মত্ত দাবানল বহু বাড়িঘর ও শস্যক্ষেত গ্রাস করেছে; একে নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার, ৯ জানুয়ারি।
আকাশ থেকে তোলা মারাত্মক আগুনের ফুটেজে ধ্বংসলীলার দৃশ্য দেখা গেছে যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
লস অ্যাঞ্জেলেস এলাকায় একাধিক অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে প্যাসাডেনা পর্যন্ত জনগোষ্ঠীকে ছারখার করে দিয়েছে এই আগুন। হাজার হাজার মানুষ উদ্ভ্রান্তের মতো নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
আগুন উস্কে দিয়ে বিশৃঙ্খলাময় উচ্ছেদ ঘটিয়েছে যে প্রবল বাতাস তা কিছুটা শান্ত হয়েছে এবং আশা করা হচ্ছে, দিনের বেলা এই বাতাস সে রকম জোরালো হয়ে উঠবে না। (এপি)