মোজাম্বিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশটিতে বসবাসরত ৫ হাজার বাংলাদেশি আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ের নতুন ভবনে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর মোজাম্বিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট (ফ্রেলিমো) সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। এরপর মোজাম্বিকে রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় ২৪ অক্টোবর থেকে।
নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে মোজাম্বিকে বসবাসরত এবং ব্যবসার সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিক্ষোভকারীদের তাণ্ডবে ইতিমধ্যে প্রায় ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পুর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন। মাপুটো, নাম্পুলা ও জাম্বেজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বেশির ভাগই মুদি দোকান পরিচালনা করেন। এ ছাড়া, বেশ কিছুসংখ্যক বাংলাদেশি কৃষিখাতে নিয়োজিত।
তিনি আরও বলেন, লিসবনের (পর্তুগাল) বাংলাদেশ দূতাবাস মোজাম্বিকের সমবর্তী দায়িত্বে রয়েছে এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।