ট্রাম্প: পণবন্দিদের হামাস ফেরত না দিলে, পুরোদমে তাদের পরিণতি ভোগ করতে হবে

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন। পাম বীচ, ফ্লোরিডা। ৭ জানুয়ারি ২০২৫।

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় তাঁর নিজের সম্পত্তিতে একটি সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন যেখানে তিনি তাঁর পররাষ্ট্রনীতির মূল দিকগুলি তুলে ধরেন। আর দুই সপ্তাহের মধ্যে তিনি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জঙ্গি গোষ্ঠী হামাস এক বছরেরও বেশি সময় আগে ইসরায়েলি আক্রমণ চালিয়ে যাদের পণবন্দি করে নিয়ে গেছে তাদের মুক্তির জন্য তিনি জোরালো আহ্বান জানান তিনি জোর দিয়ে ছয় বার বলেন আর তা না হলে তাদের উপর “নেমে আসবে দোযখ”।

ইসরায়েলের অসামরিক নাগরিকদের উপর এই ফিলিস্তিনি গোষ্ঠীর বিস্ময়কর সন্ত্রাসী হামলা নৃশংস সংঘাতের জন্ম দেয় যার ফলে ওই অঞ্চলে হিংস্রতার আগুন ছড়িয়ে পড়েছে এবং সেখানে হাজার হাজার অসামরিক লোকজন প্রাণ হারিয়েছেন।

পোডিয়ামে ট্রাম্পের সঙ্গে যোগ দেন মধ্য প্রাচ্য বিষয়ক তাঁর দূত এবং ওই অঞ্চলে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পর্কে তিনি সংবাদদাতাদের অবহিত করেন। তিনি বলেন তার টিম “শিগগিরই” একটি চুক্তি সম্পাদন করতে চলেছেন এবং সামনের দিনগুলিতে তিনি আবার সেখানে ফিরে যাবেন।

স্টিভ উইটকফকে ট্রাম্প বলেন, “আমি আপনার এই আলোচনায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না কিন্তু আমি দায়িত্ব নেয়ার আগে তারা ফিরে না আসলে, মধ্যপ্রাচ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা হামাসের জন্য এবং সত্যি বলতে কী কারও জন্য ভাল হবে না”।

ইউক্রেন বিষয়ে তিরি রাশিয়ার নেতার সঙ্গে বৈঠক করতে তাঁর আগ্রহের কথা জানান এবং ইউক্রেনের সংঘাত “সমাপ্তির” ব্যাপারে আবারও তাঁর সংকল্প ব্যক্ত করেন । তবে ট্রাম্প অবশ্য জানাননি কি ভাবে তিনি সেটা করবেন।

ইউক্রেনের শান্তি পরিকল্পনার জন্য তাদের একটি মুল দাবি যে তাদের নেটোতে যোগদানের অনুমতি দিতে হবে সে সম্পর্কে জিজ্ঞেষ করা হলে ট্রাম্প বলেন, “আমার মত হলো এটা সব সময় বোঝা গিয়েছিল” যে ইউক্রেনকে এই নিরাপত্তা জোটে অন্তর্ভুক্ত করা হবে না।

তিনি কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপোর হুমকি এবং তার মতে যে কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য হ্ওয়া উচিত্ সেই বিষয়টির পুনরাবৃত্তি করে বলেন, “আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখতে যাচ্ছি।

জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা থেসালিয়া মেরিভাকি বলেন ট্রাম্প কৌশল হিসেবে এক ধরণের আগ্রাসী শব্দ ব্যবহার করে থাকেন। তিনি বলেন, “ সুতরাং মনোযোগ আকর্ষণ ও আগ্রহ সৃষ্টি করার জন্য এবং মিডিয়ায় খবর হওয়ার জন্য এ ধরণের বিতর্কিত ধারণা ও অবস্থান গ্রহণ করার রেকর্ড আছে ট্রাম্পের”।

বিদেশ নীতি

ট্রাম্প বলেননি কি ভাবে যুক্তরাষ্ট্র গ্রীনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করবে। গ্রীনল্যান্ড হচ্ছে উত্তর আমেরিকার বিশাল একটি দ্বীপ যা ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। মঙ্গলবার তিনি তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “ আমাদের অর্থনেতিক নিরাপত্তার জন্য তাদেরকে প্রয়োজন”।

তাঁর কাছে যখন সরাসরি জানতে চাওয়া হয় যে তিনি গ্রীন ল্যান্ড এবং পানামা খালের নিযন্ত্রণ গ্রহণ করার তার ক্রমবর্ধমান ইচ্ছাকে চরিতার্থ করতে তিনি কি এ রকম প্রতিশ্রুতি দিবেন যে তিনি সামরিক বা অর্থনৈতিক জোর খাটাবেন না, তখন ট্রাম্প বলেন, “এর কোনটার সম্পর্কেই আমি আপনাদের কোন রকম আশ্বাস দিতে পারিনা”।

ট্রাম্প পানামাকে সেই চুক্তি লংঘনের জন্য অভিযুক্ত করেছেন যার অধীনে তদানীন্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে চার দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ওই বিখ্যাত খালটির নিয়ন্ত্রণ পানামাকে দিয়েছিল।

ট্রাম্প বলেন, “পানামা খাল পানামাকে দিয়ে দেওয়া একটা মস্ত বড় ভুল ছিল। সেটা একটা মারাত্মক ব্যাপার ছিল। আর আমার মনে হয় সে জন্যই জিমি কার্টার নির্বাচনে হেরে গিয়েছিলেন”।

ট্রাম্প বলেন কার্টারকে তিনি “একজন মানুষ হিসেবে” পছন্দ করেন। আশা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার ওয়াশিংটনে কার্টারের শেষ কৃত্যানুষ্ঠনে যোগ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেন সেই অনুষ্ঠানে কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন।

বাম দিক থেকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প, তাঁর চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এবং তাঁর মধ্য প্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ , মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনে তাঁর ভাষণ শুনছেন। পাম বীচ, ফ্লোরিডা। ৭ জানুয়ারি ২০২৫। ( এপি’র ছবি)

প্রথমদিন এবং অতঃপর

ট্রাম্পকে যখন জিজ্ঞেষ করা হয় তাঁর আগেরকার সংকল্প সম্পর্কে যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার জন্য অভিযুক্ত ১৫০০ ‘র ও বেশি লোককে তিনি ক্ষমা করে দেবেন তখন তিনি বলেন প্রথম দিন দায়িত্ব গ্রহণ করে তিনি কিছু “গুরুত্বপূর্ণ ক্ষমা” প্রদর্শন করবেন।

তিনি তার অতীতের প্রতিশ্রুতিগুলির পুনরাবৃত্তি করে বলেন যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক, তার কথায় “জঞ্জালে” পূর্ণ আইন শিথিল করা হবে এবং বিলিয়নার বিনিয়োগকারীদের পথ সহজ করা হবে।

তিনি তার পুনঃনির্বাচনে ইলেক্টরাল কলেজ ও পপুলার ভোটের জয়কে “বিপুল” জয় বলে বর্ণনা করেন যদিও সরকারি ফলাফলে দেখা যাচ্ছে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি কারণ তৃতীয় দলের প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ান। তিনি প্রতিশ্রুতি দেন যে আগামি নির্বাচনের ফলাফলগুলি নির্বাচনের রাতেই গণনা করা হবে।

তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনই উপকুলের কাছে তেল উত্তোলন বন্ধ করার বাইডেনের সাম্প্রতিক আদেশ পাল্টে দিয়ে তাঁর প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করবেন, “খনন করো, বাবু খনন করো”।

তিনি জোড়াতালি দেওয়া পররাষ্ট্র নীতি অনুসরণের জন্য বাইডেনকে দোষারোপ করে বলেন, “এখন আমি এমন একটা পৃথিবীতে যাচ্ছি, যা পুড়ছে”।

ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিচ্ছেন।

এই প্রতিবেদনে অবদান রেখেছেন প্যাটসি উইদাকুসওয়ারা।