পশ্চিম তীরে তিন জঙ্গিকে হত্যার কথা জানালো ইসরায়েলের সামরিক বাহিনী

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তুবাসের কাছে আল-ফারা শিবিরে অভিযানের সময়ে ইসরায়েলি সামরিক যানবাহন। ৭ জানুয়ারি,২০২৫।

মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে কমপক্ষে তিনজন জঙ্গিকে হত্যা এবং আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলে যে তারা সৈন্যদের উপর গুলি চালানোর পর বিমান আক্রমণে তামুন গ্রামে দু’জন জঙ্গিকে হত্যা করা হয়। আরও এক জঙ্গিকে ইসরায়েলি বাহিনী তালুজায় লড়াইয়ের সময়ে হত্যা করে, একজন ইসরায়েলি সৈন্যও আহত হয়।

ইসরায়েলি এই অভিযানের ঠিক একদিন আগেএকজন বন্দুকদারী পশ্চিম তীরের আল-ফান্দুকের কাছে একটি বাস ও একটি গাড়িতে হামলা চালিয়ে তিনজনকে হত্যা এবং আর সাতজনকে আহত করে। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলা এবং তার পরিণতিতে গাজা ভূখন্ডে ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ইসরায়েলি সৈন্যদের গুলি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণে এই সময়ে পশ্চিম তীরে অন্তত ৮১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ‍ফিলিস্তিনিরা কয়েক ডজন ইসরায়েলিকে হত্যা করেছে।

গাজার যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের আক্রমণের মধ্য দিয়ে যখন তাদের জঙ্গিরা ১২০০ লোককে হত্যা করে এবং প্রায় আরও ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের হাতে ১০০ জন জিম্মি রয়েছে এবং মনে করা হচ্ছে যে এদের মধ্যে কমপক্ষে এক-তৃতীয়াংশ মারা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে পাল্টা আক্রমণেইসরায়েল কমপক্ষে ৪৫,৮০০ জনকে হত্যা এবং ১,০৯,০০০ লোককে আহত করেছে। তবে মন্ত্রণালয় তাদের হিসেবে অসামরিক লোকজন ও জঙ্গিদের সংখ্যা আলাদা করে জানায় না।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্যরা হামাসকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য প্রদান করেছে এপি, এএফপি ও রয়টার্স।