ইন্দোনেশিয়া উন্নয়নশীল দেশের জোট ব্রিকস এর পূর্ণ সদস্যপদ অর্জন করল

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় লোকজন রাস্তা পার হচ্ছে। ফটোঃ ৭ জানুয়ারি, ২০২৫।

উন্নয়নশীল দেশের জোট ব্রিকস এর পূর্ণ সদস্যপদ অর্জন করেছে ইন্দোনেশিয়া। সোমবার জোটের সভাপতির ভূমিকা পালনকারী দেশ ব্রাজিল এই ঘোষণা দিয়েছে।

ব্রাজিল ২০২৫ সাল জুড়ে এই জোটের সভাপতির ভূমিকা পালন করবে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের নেতারা ২০২৩ সালের আগস্টে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রস্তাবে সম্মতি দেয়। তবে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরই কেবল আনুষ্ঠানিকভাবে পূর্ণ সদস্যপদ গ্রহণের সিদ্ধান্তে উপনীত হয়।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, (জোটের পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণের এই উদ্যোগ) বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ঘিরে ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস জোট গঠন করে। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে যোগ দেয়। গত বছর এই জোটের সম্প্রসারণ হয় এবং ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করা হয়। সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হলেও দেশটি এখনো জোটে যোগ দেয়নি।

ইতোমধ্যে তুরস্ক, আজারবাইজান ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণের আবেদন জানিয়েছে। পাশাপাশি, আরও কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্বের সবচেয়ে উন্নত সাত দেশের জোট গ্রুপ অব সেভেনের সঙ্গে পাল্লা দেওয়ার উদ্দেশ্যে এই জোট গঠন করা হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে পূর্বাভাস দেওয়া হয় যে কয়েকটি উন্নয়নশীল দেশ ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে আধিপত্য স্থাপন করবে। এই দেশগুলোর বর্ণনায় ব্যবহৃত অর্থনীতির একটি শব্দকে ঘিরেই ব্রিকসের নামকরণ করা হয়।

সদস্য হিসেবে ইন্দোনেশিয়া যোগ দেওয়ার আগেই এই জোটে বিশ্বের প্রায় ৪৫ শতাংশ মানুষ ও বৈশ্বিক মূল দেশজ উৎপাদনের (যা ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে পরিমাপ করা হয়) ৩৫ শতাংশ অন্তর্ভুক্ত ছিল।