যুক্তরাষ্ট্র কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্পের বিজয়কে প্রত্যয়িত করার জন্য সোমবার অধিবেশনে বসছে।চার বছর আগে শত শত ট্রাম্প সমর্থক ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের সার্টিফিকেট আটকাতে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার নিউ অরলিন্স যাবেন। তিনি নববর্ষের দিন একটি পিকআপ ট্রাক পথচারীদের উপর চালিয়ে দেওয়ার ঘটনায় যে ১৪ জন নিহত হন তাদের স্বজনদের প্রতি ও আহত ৩৫ জনের প্রতি সমবেদনা জানাবেন। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হামলাকারী শামসুদ্দিন জব্বার ইসলামিক ষ্টেট গোষ্ঠীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর শেষে সোমবার টোকিও পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ায় তিনি ভারপ্রাপ্ত নেতা চোই সাং-মোকের সাঙ্গে সাক্ষাত করেন। সোলে সফরকালে ব্লিনকেন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক গভীর করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।