মেলানিয়া ট্রাম্পঃ যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র

যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফাইল ফটোঃ ২৭ অক্টোবর, ২০২৪।

যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি (প্রেসিডেন্টের স্ত্রী) মেলানিয়া ট্রাম্পকে নিয়ে পরিচালক ব্রেট র‍্যাটনার একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে যাচ্ছেন, যা অ্যামাজন প্রাইম ভিডিও পরিবেশনা করবে। প্রযুক্তি কোম্পানি অ্যামাজন রবিবার জানিয়েছে, তাদের স্ট্রিমিং বিভাগ এই ডকুমেন্টারি বছরের পরের দিকে স্ট্রিম এবং সিনেমা হলে মুক্তি দেয়ার একচেটিয়া লাইসেন্স পেয়েছে।

ডকুমেন্টারির চিত্রগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। কোম্পানি এক বিবৃতিতে বলেছে যে, এই প্রামাণ্যচিত্র দর্শকদের জন্য মেলানিয়া ট্রাম্প সম্পর্কে “ক্যামেরার পেছনের নজিরবিহীন তথ্য” উপস্থাপন করবে, এবং তারা “সত্যিকার অর্থে অনন্য এক গল্পর” প্রতিশ্রুতি দিয়েছে।

প্রাক্তন এবং এখন পরবর্তী ফার্স্ট লেডি নিজেও গত বছর ‘মেলানিয়া’ নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। তাঁর স্বামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন।

এই ডকুমেন্টারি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেযস এবং ডনাল্ড ট্রাম্পের মধ্যে সর্বশেষ যোগাযোগ। ডিসেম্বর মাসে কোম্পানি ঘোষণা দেয় যে তারা নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক ভাণ্ডারে ১০ লক্ষ ডলার অনুদান দেবে। তারা আরও ঘোষণা দেয় যে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তাদের প্রাইম ভিডিও সার্ভিসে লাইভ স্ট্রিম করা হবে।

অ্যামাজনের মালিক জেফ বেযস পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়ন করতে সচেষ্ট হয়েছেন। ফাইল ফটোঃ ৪ ডিসেম্বর, ২০২৪।

এই দুই ব্যক্তি অতীতে একে ওপরের বিরোধিতা করেছেন। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের সময় (২০১৭-২০২১) অ্যামাজনের সমালোচনা করেন এবং বেযসের মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট পত্রিকার রাজনৈতিক খবর পরিবেশনার বিরুদ্ধে প্রতিবাদে মুখোর ছিলেন। তবে সম্প্রতি তিনি কিছুটা সমঝোতামূলক স্বর অবলম্বন করেছেন। একই সময় অ্যামাজন এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানি পরবর্তী প্রেসিডেন্টের সাথে সম্পর্ক উন্নত করার জন্য সচেষ্ট হয়েছে।

আগামী বছর গুলোতে সরকারী রেগুলেশন শিথিল হওয়ার সম্ভাবনা নিয়ে বেযস উৎসাহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ সম্পর্কে “আশাবাদী।”

গত অক্টোবর মাসে বেযস ওয়াশিংটন পোস্টকে কোন প্রেসিডেন্ট প্রার্থীকে অনুমোদন করার অনুমতি দেননি। এর ফলে, হাজার হাজার লোক তাদের সাবস্ক্রিপশন বাতিল করে দেয় এবং ঐতিহাসিক এই পত্রিকার অনেক সাংবাদিক প্রতিবাদ করে।

এই সপ্তাহান্তে, একজন সম্পাদক একটি কার্টুন ছাপাতে অস্বীকার করে যেখানে পত্রিকার মালিক এবং অন্যান্য মিডিয়া নির্বাহীদের নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে মাথা নত করে থাকতে দেখানো হয়। কার্টুনের শিল্পী পত্রিকা থেকে পদত্যাগ করেন।

র‍্যাটনার “রাশ আওয়ার” সিরিজ, “রেড ড্রাগন” এবং “এক্স-মেনঃ দ্য লাস্ট স্ট্যান্ড” পরিচালনা করেন।

ডকুমেন্টারির নির্বাহী প্রযোজক হচ্ছেন ফেরনান্ডো সুলিচিন, যিনি একজন আর্জেন্টিনিয়ান চলচিত্র নির্মাতা। ডকুমেন্টারির চিত্রগ্রহণ ডিসেম্বরে শুরু হয়েছে।

ডনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই তাঁর তৃতীয় স্ত্রী মেলানিয়া একটু রহস্যময় ব্যক্তিত্বে পরিণত হন। ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি তাঁর প্রাইভেসি ধরে রাখার চেষ্টা করেন। তিনি তাঁর ছেলে ব্যারনকে বড় করার দিকে মনোযোগ দেন, এবং “শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য” নিয়ে “বি বেস্ট” উদ্যোগ প্রমোট করতে সময় দেন।

তিনি তাঁর স্বামীর ২০২৪ নির্বাচনী প্রচারণার উদ্বোধনে অংশ নেন এবং রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সম্পাতি অধিবেশনে যোগ দেন। কিন্তু তিনি প্রচারণার কর্মসূচী থেকে দূরে থেকেছেন, যদিও অভিষেক দিনের পর আবার ফার্স্ট লেডি হওয়ার কারণে মেলানিয়া ট্রাম্পকে জনসমক্ষে বেশি ভূমিকা পালন করতে বাধ্য করবে।