স্বাধীনতা দিবসে হাজার হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

Your browser doesn’t support HTML5

মিয়ানমারের সামরিক সরকার ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে এবং অন্যান্য বন্দির সাজার মেয়াদ কমিয়েছে; ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গণ-ক্ষমার অংশ হিসেবে এমনটা করা হয়েছে। শনিবার, ৪ জানুয়ারি।

আং সান সু কি-র নির্বাচিত সরকারের কাছ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সেনা শাসনের বিরোধিতার জন্য শত শত রাজনৈতিক কারাবন্দির খুব সামান্য অংশ রয়েছে এই মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে।

বিশাল অহিংস প্রতিরোধের মধ্যেই ক্ষমতা দখল করা হয়েছিল, তবে তারপর থেকে এটি ব্যাপক সশস্ত্র লড়াইয়ের আকার নিয়েছে।

সে দেশের বৃহত্তম শহর ইয়াংগনে একাধিক বাস বন্দিদের ইনসেইন কারাগার থেকে নিয়ে এসেছে; মুক্তি ঘোষণার পর সকাল থেকে এই বন্দিদের বন্ধু ও পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষা করেছিলেন। (এপি)