ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এর আগে বুধবার বিকেলে অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

৪ বাংলাদেশি হলেন- মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আকাশ মিয়া, তাঁর স্ত্রী সাথী আক্তার, শিশু কন্যা ফাতেমা আক্তার ও অপরজন হচ্ছেন একই গ্রামের আল আমীন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা। পরে হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধীন হরিণখোলা ও প্রতিপক্ষ ১০৪ বাটালিয়ানের বিএসএফ সিধাই ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অপরাধে আটক ব্যক্তি ও ২ দালালের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪ ভারতীয় আটক

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ভারতীয় ৪ নাগরিককে আটক করেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুনামগঞ্জের লাফার্জ বিওপির আওতাধীন ১২৩৯ সীমান্ত পিলারের পার্শ্ববর্তী শ্যামারগাঁও এলাকা দিয়ে ২ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করে।

তিনি আরও জানান, বুধবার সিলেটের গোয়াইনঘাট দমদমা সীমান্ত থেকে ১ জনকে এবং ওই দিন একই জেলার আরেকজনকে আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস ও একই গ্রামের সুবোধ বিশ্বাস এবং ওয়ামলিংক এলাকার ব্লোমিং স্টার ও একই জেলার বার্মন টিলা এলাকার লোকাস।

তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।