নিউ অরলিন্সে গাড়ি হামলার সিকিউরিটি ফুটেজ

Your browser doesn’t support HTML5

বুধবার, ১ জানুয়ারিতে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নিউ অরলিন্সের জনবহুল ফ্রেঞ্চ কোয়ার্টারের রাস্তায় তীব্র গতিতে ছুটে আসছে একটি ট্রাক, পথচারীরা প্রাণভয়ে রাস্তা থেকে দৌড়ে পালাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক এক সৈন্য নিজের ট্রাক থেকে আইএসআইএসের পতাকা ওড়াতে ওড়াতে অস্থায়ী বেষ্টনীকে ঘুরে নিউ ইয়ারের দিনে সমবেত বিশাল জনতার মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে এবং এই ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, অন্যদের সাহায্য নিয়ে এই হামলা চালানো হতে পারে।

ট্রাক দিয়ে মানুষ চাপা দেওয়ার পর সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ৪২ বছর বয়সী শামসুদ-দিন জাব্বারকে গুলি করে হত্যা করেছে পুলিশ। (রয়টার্স)