নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে ইসলামিক স্টেট নিয়ে নতুন করে আশঙ্কা

নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার এক দিন পর ঘটনাস্থলে ফেডেরাল নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। ফটোঃ ২ জানুয়ারি, ২০২৫।

নিউ অরলিন্সে নববর্ষের দিনের ভয়ানক সন্ত্রাসী হামলার ধাক্কা এখনো কাটেনি। কিন্তু তার আগেই, তদন্ত থেকে যেসব প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো এমন চিত্রপটের দিকে ইঙ্গিত করছে, যা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আশঙ্কা করছিলেন – একটি সন্ত্রাসী ষড়যন্ত্র যা অন্তত আংশিক হলেও ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বুধবার (১ জানুয়ারি) নিশ্চিত করে যে, সন্দেহভাজন আক্রমণকারী তার পিকআপ ট্রাকে আইএসের পতাকা স্থাপন করেছিল। পুলিশের সাথে গুলি বিনিময়ে নিহত হবার আগে সে এই ট্রাক ব্যবহার করে বুধবার ভোরের দিকে বুরবন স্ট্রিট-এ সমবেত মানুষজনকে চাপা দেয়।

বুধবার পরের দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এফবিআই জানতে পেরেছে যে, সন্দেহভাজন ব্যক্তি তাঁর আনুগত্য প্রকাশ করার জন্য “আক্রমণের মাত্র কয়েক ঘণ্টা আগে” অন্যান্য পদক্ষেপ নিয়েছিল।

বাইডেন বলেন যে, ৪২-বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রাক্তন সেনা সদস্য শামসুদ-দীন জব্বার, “সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে ইঙ্গিত দেয় যে সে আইসিস থেকে প্রেরণা পেয়েছে।” ইসলামিক স্টেট আইসিস নামেও পরিচিত।

“পরিস্থিতি বেশ ঘোলাটে,” বাইডেন বলেন। “আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা সম্প্রদায় অন্য কোন সহ-ষড়যন্ত্রকারী বা যোগসূত্রের সন্ধান চালিয়ে যাচ্ছে।”

লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়। ফটোঃ ১ জানুয়ারি, ২০২৫।

তবে, এই তদন্তের মধ্যে রয়েছে নিউ অরলিন্স-এর কয়েকটি এলাকা এবং অন্যান্য রাজ্যে তল্লাশি; টেক্সাসের হিউস্টনের এক চৌরাস্তায় এফবিআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা কর্মকর্তার অভিযান; এবং লাস ভেগাসে ট্রাম্প টাওয়ারের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত করার প্রচেষ্টার সাথে এর কোন সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খোঁজা।

কোন সহ-ষড়যন্ত্রকারী বা অন্য কোন যোগসূত্র থাকুক আর না থাকুক, নিউ অরলিন্স আক্রমণের বিস্তারিত বর্ণনার সাথে আইএস প্রচারণার মিল দেখা যাচ্ছে।

“বেশ কিছু দিন ধরে ইসলামিক স্টেট-এর যে প্যাটার্ন দেখা গেছে, তার সাথে আমরা যা পেয়েছি তার মিল রয়েছে,” বলছেন ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নেয়ার ইস্ট পলিসি’র ফেলো অ্যারন যেলিন, যিনি জিহাদিদের নিয়ে গবেষণা করেন। “অনেক বছর ধরে তারা (আইএস) গাড়ি দিয়ে আক্রমণের আহ্বান জানাচ্ছে।”

“প্রতিদিন তারা নতুন সমর্থক, সম্ভাব্য যোদ্ধা পাবার জন্য প্রচারণা চালায়, তাদের হয়ে কোন কিছু করার জন্য লোক খুঁজে,” যেলিন ভিওএ-কে বলেন।

গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আইএস-এর সাথে সম্পৃক্ত প্রথম আক্রমণগুলোর একটি ঘটে ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে। তিউনিসিয়ায় জন্ম নেয়া ৩১-বছর বয়সী এক ফরাসি নাগরিক বাস্তিল দিবস উৎসবে গাড়ি উঠিয়ে দিয়ে ৮০ জনের বেশি মানুষ হত্যা করে।

ফ্রান্সের নিস শহরে তদন্তকারী দল বাস্তিল উৎসব আক্রমণে ব্যবহার করা ট্রাক পরীক্ষা করে দেখছেন। ইসলামিক স্টেটের দাবী করা এই হামলায় ৮৬ জন নিহত হয়। ফাইল ফটোঃ ১৪ জুলাই, ২০১৬।

কয়েক মাস পর, ২৪-বছর বয়সী এক তিউনিসিয়ান পুরুষ বার্লিনের ক্রিস্টমাস বাজারে ক্রেতাদের মাঝে গাড়ি চালিয়ে দেয় এবং ১৩জনকে হত্যা করে। এই আক্রমণকারীও আঘাত হানার আগে একটি ভিডিও পোস্ট করে, যেখানে সে আইএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করে।

আইএস ২০১৭ সালের নভেম্বর মাসে নিউ ইয়র্কে ট্রাক হামলায় আটজন নিহত হওয়ার ঘটনার দায়ও দাবী করে। পুলিশ বলে যে, আক্রমণকারী গাড়ি হামলার জন্য আইএস-এর নির্দেশনা “প্রায় অক্ষরে অক্ষরে” অনুসরণ করেছে।

আইএস যদিও সিরিয়া এবং আফগানিস্তানে সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের মুখে পিছু হটেছে, তাদের নেতারা সাড়া বিশ্বে আক্রমণের জন্য উৎসাহ দেয়া থেকে কখনো সরে আসে নাই।

“আফগানিস্তানে … আইসিস-খোরাসান বহির্বিশ্বে আক্রমণের ইচ্ছা বজায় রেখেছে, এবং পশ্চিমা জনগণের কাছে তাদের স্থানীয় সমস্যার কথা ছড়িয়ে দেয়ার লক্ষে ইংরেজি ভাষায় প্রচারণা চালিয়ে যাচ্ছে,” যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মাইওরকাস ২০২৩ সালের অক্টোবরে কংগ্রেসে দেয়া এক লিখিত জবানবন্দিতে বলেন।

এমনকি সেপ্টেম্বরে জারি করা হোমল্যান্ড সিকিউরিটির হুমকি পর্যালোচনায় সতর্ক করে বলা হয় যে, আইএস এবং আল-কায়েদার মত অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী “দেশে আক্রমণ উৎসাহিত করার ইচ্ছা পোষণ করে যাচ্ছে।” হুমকির মাত্রাকে হোমল্যান্ড সিকিউরিটি “উঁচু” বলে বর্ণনা করে।

সেপ্টেম্বরের পর্যালোচনায় আরও হুশিয়ার করা হয়ে যে, আইএস-এর ইন্টারনেট মিডিয়া গ্রুপ মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হামাস যুদ্ধকে পুঁজি করে “আরও সহিংস ঘটনা উৎসাহিত” করার চেষ্টা করছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই-এর সরবরাহ করা ছবিতে নিউ অরলিন্স আক্রমণে সন্দেহভাজন শামসুদ-দীন জব্বারকে দেখা যাচ্ছে। ছবি তোলার তারিখ বা স্থান উল্লেখ করা হয়নি।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বার বার বলেছেন, সংস্থার হাতে অনেক সন্ত্রাস-সংক্রান্ত কাজ রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে প্রতি বছর তারা প্রায় ১,০০০টি তদন্ত পরিচালনা করছে।

ন্যাশনাল কাউন্টার-টেররিজম ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড এডুকেশন সেন্টার-এর সিনিয়র গবেষক শিমাস হিউজ বলছেন, ২০১৪ সালের পর থেকে ২৫০ জনেরও বেশি লোককে আইএস-সম্পৃক্ত তৎপরতার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

হিউজের তথ্য অনুযায়ী, এসব মামলার বেশির ভাগ ক্ষেত্রে অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে অথবা তারা আগেই দোষ স্বীকার করেছে; যেসব মামলার বিচার হয়েছে, তার মধ্যে সরকার পক্ষ শুধুমাত্র একটিতে পরাজিত হয়েছে।

অন্যদিকে আইএস-সম্পৃক্ত বা অনুপ্রাণিত ষড়যন্ত্র ব্যাহত করতে এফবিআই সাফল্য পেয়েছে।

যেমন, অক্টোবর মাসে, ওকলাহোমা সিটিতে এফবিআই এজেন্টরা ২৭ বছর বয়সী এক আফগান নাগরিককে গ্রেফতার করে, এবং একজন সহ-ষড়যন্ত্রকারী সহ তার বিরুদ্ধে নির্বাচনের দিন বন্দুক হামলার পরিকল্পনার চার্জ গঠন করে।

নিউ অরলিন্স আক্রমণের পর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ছবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলের বাইরে নিরাপত্তা বেষ্টনী। ফটোঃ ২ জানুয়ারি, ২০২৫।

আইএস এখনো নিউ অরলিন্স আক্রমণকে নিজের বলে দাবী করে নাই, কিন্তু ওয়াশিংটন ইন্সটিটিউট-এর অ্যারন যেলিন বলছেন, এই আক্রমণ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আইএস সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী কর্মকর্তাদের কেউ কেউ আশঙ্কা করছেন যে, এই উত্তেজনা সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে কাজ করতে পারে।

“তাদের দৃষ্টিতে, আক্রমণের ফলে মিডিয়ায় যে মনোযোগ পাওয়া যাবে, সেটা কত লোক মারা গেল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ,” যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হমগ্রেন নভেম্বর মাসে ওয়াশিংটনে এক ভাষণে বলেন।

তবে, কিছু সন্ত্রাস-বিরোধী কর্মকর্তা এবং বিশেষজ্ঞ বলছেন, আক্রমণ আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা।

এনসিটিসি সতর্ক করে দিয়ে বলেছে যে, আইএস-এর আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এমনকি তারা সিরিয়াতে একটি পরিকল্পনা ইউনিট গঠন করেছে যার লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালানো।

“গত বছর পুরো সময় জুড়ে ইসলামিক স্টেট-এর ষড়যন্ত্র আর আক্রমণের গতিমাত্রা বৃদ্ধি পেয়েছে,” যেলিন ভিওএ-কে বলেন। “গত বছর যুক্তরাষ্ট্রে আমরা পাঁচটি ষড়যন্ত্র দেখেছি, অথচ ২০২৩ সালে একটাও ছিল না।”

তাদের তৎপরতা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। কিছু বিশেষজ্ঞ গত বছর ইরানের কেরমান এবং রাশিয়ার মস্কোতে ভয়াবহ আইএস হামলার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।