নিউ অরলিন্সে ট্রাক হামলার সন্দেহভাজন কাজটা 'একাই করেছে,' জানাচ্ছে এফবিআই

লুইজিয়ানার নিউ অরলিন্সে ভিড়ের ওপর একটি পিকআপ ট্রাক উঠিয়ে দেওয়ার পর বরবর্ন স্ট্রিটে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ফটোঃ ১ জানুয়ারি, ২০২৫। (জিওফ বার্কে/ রয়টার্স মারফত ইউএসএ টুডে নেটওয়ার্ক)

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলছে তারা এখন বিশ্বাস করে, নববর্ষে নিউ অরলিন্সে যে ট্রাক আক্রমণে ১৫জন নিহত হয়, সেই হামলার সন্দেহভাজন কাজটা একাই করেছেন, এবং তিনি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

কর্মকর্তারা আগে বলেছিলেন, সন্দেহভাজন আক্রমণকারী অন্যদের সাথে সমন্বয় করে হামলা চালিয়ে থাকতে পারে, এমন সম্ভাবনার বিষয়টি তারা খতিয়ে দেখছিলেন।

“এই মুহূর্তে আমরা বিশ্বাস করি এখানে আর কোন সহযোগী ছিল না,” এফবিআই-এর সন্ত্রাস-বিরোধী বিভাগের ক্রিস্টোফার রাইয়া বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন।

তারা জানায়, এই সিদ্ধান্ত শত শত সাক্ষাৎকার এবং সন্দেহভাজনের টেলিফোন কল, সামাজিক মাধ্যম তৎপরতা, ইলেক্ট্রনিক ডিভাইসের বিশ্লেষণের ভিত্তিতে নেয়া হয়েছে।

এফবিআই বুধবার বলে, লুইজিয়ানার নিউ অরলিন্স ও এই রাজ্যের বাইরে অনুসন্ধান পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ। এক চালক পিকআপ ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং গুলি চালায়; এই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়। প্রশাসন এই হামলার তদন্ত করছে।

নিউ অরলিন্সের জনপ্রিয় বরবর্ন স্ট্রিটে নিউ ইয়ারের দিন ভোরে যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে বুধবার সারাদিন কাজ করেছেন তদন্তকারীরা।

এখনও পর্যন্ত এফবিআই ৪২ বছর বয়সী শামসুদ-দিন জাব্বারকে সন্দেহভাজন হিসেবে সনাক্ত করেছে। এই সংস্থা বলেছে, এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ধরে নিয়েই তারা তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাতে বলেছেন, “আততায়ী আমেরিকার নাগরিক। তার জন্ম টেক্সাসে। বহু বছর সে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। কয়েক বছর আগে পর্যন্তও সে আর্মি রিজার্ভে কাজ করেছে।”

কয়েক ঘন্টা আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সন্দেহভাজন ইঙ্গিত দিয়েছে যে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর অনুপ্রেরণায় এই হামলা চালানো হয়েছে। এফবিআই বলেছে, হামলার পর গাড়িতে ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গিয়েছে।

বাইডেন বলেছেন, কোনও রকম সম্ভাব্য “যোগসূত্র, সংশ্লিষ্টতা বা সহ-চক্রীদের” খুঁজছে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা বিভাগ।

বাইডেন আরও বলেছেন, “গোটা বিশ্বের বহু মানুষ নিউ অরলিন্সকে ভালবাসেন এর ইতিহাস, সংস্কৃতি, সর্বোপরি এখানকার মানুষদের কারণে। তাই আমি জানি, এই ব্যক্তি ভয়াবহ হামলা চালালেও আমাদের নিউ অরলিন্সের প্রাণ-প্রাচুর্য্যকে কখনও, কখনও পরাস্ত করা যাবে না। এটি সব সময় ঝলমল করবে।”

এই শহরের প্রাণবন্ত ফ্রেঞ্চ কোয়ার্টারে ক্যানাল ও বরবর্ন স্ট্রিটের সংযোগস্থলে বুধবার ভোর ৩:১৫ মিনিটে হামলার ঘটনাটি ঘটেছে।

পুলিশ বলেছে, ট্রাকটি সংঘর্ষ ঘটানোর পর চালক গাড়ি থেকে বেরিয়ে আসে এবং মোকাবিলাকারী কর্মকর্তাদের উপর গুলি চালাতে শুরু করে। পুলিশ আরও জানিয়েছে, কর্মকর্তারা পাল্টা গুলি ছোঁড়েন এবং সন্দেহভাজনকে হত্যা করেন। দুইজন কর্মকর্তা আহত হয়েছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল, জানিয়েছে পুলিশ।

প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হামলার নিন্দা করেছেন।

নিউ অরলিন্স ৯ ফেব্রুয়ারিতে এনএফএল সুপার বোল আয়োজন করতে চলেছে।